ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে চীনের ৫০ বছর, বৈশ্বিক সহযোগিতার আহ্বান শি’র

প্রকাশিত: ২২:০৩, ২৬ অক্টোবর ২০২১

জাতিসংঘে চীনের ৫০ বছর, বৈশ্বিক সহযোগিতার আহ্বান শি’র

জাতিসংঘে চীনের সদস্যপদের ৫০ বছর পূর্তিতে দেয়া এক ভাষণে বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীন সব সময় বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক বিধি বজায় রাখবে বলে সোমবার বেজিংয়ে দেয়া ভাষণে প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্বব্যাপী চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্য দেশের উদ্বেগ প্রকাশের মধ্যে শি এ প্রতিশ্রুতি দিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি জানিয়েছে, ভাষণে শি বারবার বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন ও সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলোতে বহুপাক্ষিক সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেন।
×