ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ৬ ডাকাত গ্রেফতার ॥ গুলিসহ ২ রিভালবার উদ্ধার

প্রকাশিত: ১৪:১৬, ১৯ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জে ৬ ডাকাত গ্রেফতার ॥ গুলিসহ ২ রিভালবার উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ॥ র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভার রেলগেট ট্রাক ষ্ট্যান্ডের সামনে চার রাস্তার মোড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি চক্রের মূলহোতাসহ ৫ জন এবং তাদের দেয়া তথ্য মতে বগুড়া পৌরসভার ফুলবাড়ী মধ্যপাড়া থেকে ১ জনসহ ৬ জন আসামি কে গ্রেফতার করেছে। এ সময় আসামিদের নিকট হতে দুইটি রিভালবার দুই রাউন্ড গুলি, ছাড়াও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে শফিকুল আলম তুহিন(৪৪), মোঃ বেল্লাল হোসেন(৫৮), সোহাগ(২৯), নান্নু মন্ডল(৩২), ইসমাইল সরকার(৫৯) বুধা ফকির(৩৫)। আজ মঙ্গলবার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। র্যাব জানায় আসামিরা একটি ডাকাত চক্র। তারা গাড়ী ডাকাতি করে এবং গাড়ীর নাম্বার প্লেট, জিপিএস ট্রাকার এবং গাড়ীর রং পরিবর্তনের মাধ্যমে গাড়িটি নিজ দখলে নিয়ে নেয়। পরবর্তীতে উক্ত গাড়ী দ্বারা ডাকাতি ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে থাকে। তাদের অন্যতম সদস্য বুধা ফকিরএকজন বিশেষ টেকনিক্যাল এক্সপাট সদস্য। তাহার কাজ হলো এই ধরনের ডাকাতি করে আনা গাড়ীগুলো নিজ দখলে নিয়ে আসার পরে সে গাড়ীর সকল পার্টস পরিবর্তন করে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ডাকাত চক্রটির দীর্ঘদিন যাবত পরিবহন ব্যবহার করে বিভিন্ন ভাবে ডাকাতি করে মালামাল লুট করে আসছিল।
×