ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেমিনার

প্রকাশিত: ০১:২২, ১৯ অক্টোবর ২০২১

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউট, ঢাকা সেনানিবাসে সোমবার একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। ডিরেক্টর জেনারেল অফ মেডিক্যাল সার্ভিসেস, বাংলাদেশ আর্মড ফোর্সেস মেজর জেনারেল মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সোমবার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানের প্রধান অতিথি লেঃ জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান তাঁর বক্তব্যে সুন্দর ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে শারীরিক যতেœর পাশাপাশি মানসিক যতেœর প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা, তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান, মানসিক তথ্য গবেষণা ও কার্যকর সচেতনতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা জরুরী। সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
×