ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দ সালাহউদ্দীন জাকীর ‘যা হারিয়ে যায়’

প্রকাশিত: ০০:৩৪, ১৭ অক্টোবর ২০২১

সৈয়দ সালাহউদ্দীন জাকীর ‘যা হারিয়ে যায়’

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্ট মাস্টার’ গল্প অবলম্বনে নাটক নির্মাণ করেছেন নির্মাতা সালাহউদ্দীন জাকী। জানালেন ‘যা হারিয়ে যায়’ নাটকের মাধ্যমে তিনি বিশেষভাবে তুলে এনেছেন গল্পের ছোট্ট বালিকা রতনকে। এর আগে ‘মনের আঁড়ালে মন’ নাটকে তিনি ২২টি রবীন্দ্রসঙ্গীত সংযোজন করেছেন। সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ দেশের প্রতিথযশা শিল্পীরা যাতে কণ্ঠ দিয়েছেন। পরে নির্মাণ করেছেন রবীন্দ্রনাথের ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ গল্প অবলম্বনে নাটক। সেই ধারাবাহিকতায় এবার নির্মাণ করলেন ‘যা হারিয়ে যায়’। রবীন্দ্রনাথের একটি গানের কলি দিয়ে নির্মাণ করেছেন এই নাটক। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী তমা তানজিনা। নাটকের চিত্রনাট্য, সংলাপ ও চিত্রায়ন নির্মাতা নিজেই। সালাহউদ্দীন জাকী জানালেন নাটকে রবীন্দ্র বাউলের ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন। নির্মাতা জনকণ্ঠকে বলেন, আমি রবীন্দ্রনাথকে বিভিন্ন দৃষ্টিকোন থেকে দেখি। তারই এক বহি:প্রকাশ ঘটতে যাচ্ছে ‘যা হারিয়ে যায়’ নাটকে। রবীন্দ্রনাথ ঠাকুরের মননে শতাধিক বছর পূর্বের একটি প্রতিচ্ছবি, খ-চিত্র। উলাপুর গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছিটে-ফোটা ছড়িয়ে ছিটিয়ে থাকা অখ্যাত একটি অঞ্চল। কারও খবর রাখার কথা নয়। কিন্তু রবীন্দ্রনাথ নামের সেই মানুষটিতো মনের পাখায় সুরের ডানায় উড়ে বেড়ায় কালি-কলমের ঝর্ণাধারায় দূর-দূরান্তরে। কিন্তু এলো ওরা ওই লোহার হাতকড়ি নিয়ে, রক্ত দিয়ে নীল চাষ! সেই অপমানিতই তিহাসের একটু করো অংশ কি পোস্টমাস্টার ? না, সরাসরি নয়! নীল চাষের নির্মমতা নিয়ে অদৃশ্য মানুষটির কোন গল্প নয়। হয়ত অবচেতন প্রেক্ষাপট রচিত হয়েছিল রবি ঠাকুরের মানস পটে। নীল কুঠির লাল রক্তের আড়ালে স্নিগ্ধ সমির নয়ন জুড়ানো উলাপুরের নির্জন-বাস্তবতায় অদৃশ্য মানুষটির কলমে জীবনের খর¯্র্েরাতে কচুরিপানার মতো ভাসমান জীবনের কালজয়ী চিত্র ঃ যা হারিয়ে যায়——-!!!!! তাই নাম দিয়েছি ‘যা হারিয়ে যায়’। আর আছে কালি-কলম-মনের ছোঁয়ায় গ্রন্থিত রতন। জীবন স্পন্দনে স্পন্দিত প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়ানো সবার ছোট্ট, পুচকি আদরের বুড়ি। রবীন্দ্র-বাউলকে সে ডাকে অদৃশ্য মানুষ বলে। তোতা পাখি নয়, যে কেবল শেখানো বুলি বলে। কলকল কথা বলে গায় ঃ তুই আছিস কোন পাড়া, তোমার পাইনে যে সাড়া-!!! রবীন্দ্র-বাউলের বিরল হাসির গান। অনেকেই আগে শোনেননি। নাটকে রতনের চরিত্রে ঝিলিক জান্নাত, পোস্ট মাস্টার গাজীনূর, গোমস্তা তুষার খান এবং নরেন মাসুম বাশার। রবীন্দ্র গানে আরও কণ্ঠ দিয়েছেন বুলবুল ইসলাম, সন্দীপন ও চঞ্চল খান। প্রযোজনা ঃ চ্যানেল আই। খুব শীঘ্রই নাটকটি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।
×