ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

প্লেব্যাকে অবন্তী সিঁথি

প্রকাশিত: ১৯:৪৭, ২২ আগস্ট ২০২১

প্লেব্যাকে অবন্তী সিঁথি

স্টাফ রিপোর্টার ॥ সিনেমার গানে কণ্ঠ দিলেন সারেগামাপা’তে অংশ নেয়া শিল্পী অবন্তী দেব সিঁথি। এরইমধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমায় তার গান গাওয়ার সুযোগ হয়েছে। গানের শিরোনাম ‘কোন এক রূপকথার জগতে’। গানটি লিখেছেন তরুণ গীতিকার সোমেশ্বর অলি, সুর সঙ্গীত করেছেন সাজিদ সরকার। এতে অবন্তী সিঁথি’র সঙ্গে গেয়েছেন রেহান রসূল। গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, ব্যক্তিগতভাবে আমার এই গানটি ভীষণ পছন্দ। রেকর্ডিং করেছি অনেক আগে। আমাকে পাঠানো রাফ ট্র্যাকটাই বারবার শুনে আমার ভীষণ ভাল লেগেছিল। ২০১৮ সালে সারেগামাপা থেকে আসার পর মুভিতে এটাই আমার প্রথম কাজ। আশা করছি সামনে আরও সিনেমায় গান গাওয়ার সুযোগ হবে। অবন্তী সিঁথি জানান, তিনি সারেগামাপা’তে যাবার আগে আহম্মেদ হুমায়ুনের সুর সঙ্গীতে সিনেমায় গান গেয়েছিলেন। অবন্তী নিজের লেখা ও সুরে ‘পাখির মতো উড়ি’ শিরোনামের একটি গান শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছেন। এছাড়াও ‘যেভাবে ডাকে’ (লেখা ও সুর : রাহুল দত্ত), ‘কতোদিন বাড়ি যাইনা’ (লেখা : শেখ রানা, সুর এহসান রাহী), ‘কাউকে কখনো খুব ভালোবেসোনা’ (লেখা ও সুর : আশীষ বৈদ্য) গানগুলোও ধীরে ধীরে প্রকাশ পাবে। তার প্রথম মৌলিক গান ‘তোমার জন্য’ প্রকাশিত হয় ২০১৪ সালে। এটি লিখেছিলেন সুহৃদ সুফিয়ান এবং সুর করেছিলেন সজীব দাস। ‘সারেগামাপা’তে তিনি ১৪তম হয়েছিলেন। ‘সারেগামাপা’ থেকে ফিরে এসে প্রথম মৌলিক গান ছিল ‘তুমি বৃষ্টি ভালোবাসো’। এটি গৌতম ঘোষালের লেখা ও সুর করা। পরবর্তীতে রবীন্দ্রনাথ হাসছিল দেয়ালে, আলোয় আলোয়, চোখে চোখে কথা হোক, আরেকটু পর, মনের ডায়েরি, ভালবেসেই দেখোনাসহ আরও বেশকিছু গানে কণ্ঠ দেন অবন্তী দেব সিঁথি।
×