ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে করোনায় নতুন আক্রান্ত ২৯ জন

প্রকাশিত: ১৪:৫৫, ১১ আগস্ট ২০২১

নীলফামারীতে করোনায় নতুন আক্রান্ত ২৯ জন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ জন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় কোনো মৃত্যু খবর পাওয়া যয়নি। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, চলতি আগস্ট মাসে ৪ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে ৩১ জনের মৃত্যু হয়েছিল। জেলায় ২০২০ সালে এপ্রিল মাস থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬ জন, সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন ও মৃত্যুবরণ করেন ৭০ জন। এদিকে জেলা করোনা কন্ট্রোল রুমের সুত্র মতে, গত ২৪ ঘন্টায় ১৮৮ নমুনা পরীক্ষায় নতুন করে ২৯ জন করোনা আক্রান্ত হয়। এরমধ্যে জেলা সদরে ১৬ জন, সৈয়দপুর উপজেলায় ৬ জন, ডোমার উপজেলায় ১ জন, ডিমলা উপজেলায় ২ জন, জলঢাকা উপজেলায় ১ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছে। সংক্রমনে জেলার গড় হার ১৫.৪৩ শতাংশ। অপর দিকে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৫৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৮৮ জন। তাদের মধ্যে জেলা সদরের জেনারেল হাসপাতালে ৩২ জন, নিজবাড়িতে ১০০, সৈয়দপুর হাসপাতালে ১৪ জন, নিজবাড়িতে ২৫০, ডোমার উপজেলার হাসপাতালে ৬ জন, নিজবাড়িতে ৪৪, ডিমলা উপজেলার হাসপাতালে ১ জন, নিজবাড়িতে ১২, জলঢাকা উপজেলায় নিজবাড়িতে ৪৫ জন, কিশোরীগঞ্জ উপজেলার নিজবাড়িতে ৬০ জন ও রংপুর করোনা ডেডিকেটেড মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২৪ জন।
×