ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরবে ১৮০ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ২০:০২, ৪ আগস্ট ২০২১

ভৈরবে ১৮০ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন নাটাল মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এই গাঁজার মূল্য তিনকোটি টাকা, জানায় র‌্যাব। আটককৃতরা হলো পিকআপের চালক হবিগন্জের লাখাই গ্রামের আলতাফ মিয়ার ছেলে মোঃ সোহাগ ( ২২) ও হেলপার একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (২৬)। তারা অভিনব কৌশলে দরজার ফ্রেমের ভিতর গাঁজা রেখে পিকআপ ভ্যানে লাখাই থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরবে র‌্যাবের হাতে আটক হয়। ভৈরব র‌্যাব -১৪ ক্যাম্পের কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে পিকআপ ভ্যান ও গাঁজাসহ আটক করা হয়। একটি মাদক পাচারকারীর বড় সিন্ডিকেট দীর্ঘদিন যাবত ঢাকা - সিলেট মহাসড়ক দিয়ে বিভিন্ন পরিবহনে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে যাচ্ছে। আজ পিকআপ ভ্যানে দরজার ফ্রেম রেখে তারা ঢাকা যাচ্ছিল। এসময় তল্লাশিতে দেখা যায় ১২ টি দরজার ফ্রেমের ভিতর ১৮০ কেজি গাঁজা। এব্যাপারে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
×