ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মুত্যু

প্রকাশিত: ১৯:২১, ২৪ জুন ২০২১

ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মুত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে একদিনে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আনোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এদিন বিকেলে অর্থাৎ ৬ ঘন্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন টপি আক্তার নামের র্আও একজন নারী। এদিন ২৮জনের নমূনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫শতাংশ। স্বাস্থ্যবিধি না মানায় এ উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। করোনা সংক্রমণ রোধে জেলাব্যাপী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সর্বত্রই ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধিরা কাজ করছেন। এদিকে, মোল্লাহাটে স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক ব্যবহার না করা, চা দোকানে আড্ডা দেয়াসহ নানা অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করেছেন। এসময় তিনি অনেকের মাঝে মাস্ক বিতরন করেন।
×