ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে চার পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশিত: ২০:৫৯, ২৩ জুন ২০২১

সিদ্ধিরগঞ্জে চার পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় থেকে চার পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃরা হলো- মোঃ আরিফ হোসেন (২৫), মোঃ পারভেজ (২২), মোঃ সোহেল রানা (৩২) ও মোঃ হাসান তারেক ওরফে হাসান (৪৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৫শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সন্ধ্যা পৌঁনে ৭টায় র‍্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি সক্রিয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের মারধর, ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক গাড়ী প্রতি দৈনিক ৫০ টাকা থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাস থেকে চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
×