ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ থেকে আবারও ৭ দিনের লকডাউনে যাচ্ছে নড়াইল

প্রকাশিত: ১৬:৫৩, ২০ জুন ২০২১

আজ থেকে আবারও ৭ দিনের লকডাউনে যাচ্ছে নড়াইল

নিজস্বসংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে নতুন করে ৭ দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ রবিবার রাত ১২টা থেকে ২৭জুন রাত ১২টা পর্যন্ত চলবে এই লকডাউন। নড়াইলে জেলার বিভিন্ন এলাকায় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন ঘোষনা দিলেন করোনা প্রতিরোধ কমিটি। শনিবার ১৯জুন রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরূরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার, জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জনর নাছিমা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, পৌরমেয়র আঞ্জুমান আরা, তথ্য অফিসার ইব্রাহিম আল-মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান বাবু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির প্রমূখ। সভায় জানানো হয়, লকডাউন চলাকালে শুধু মাত্র কাচাবাজার, মাছের দোকান ও ফলের দোকান প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। উল্লেখ্য, প্রথম দফায় ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু নড়াইলের কয়েকটি এলাকায় ৭ দিনের আংশিক লকডাউন দিলেও করোনা সংক্রামন কমাতে তা কাজে আসেনি। ফলে পুনরায় কঠোর লকডাউন বাস্তবায়নের ঘোষনা দিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটি।
×