ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

১০ বছরের ৩৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১:১৯, ১২ জুন ২০২১

১০ বছরের ৩৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১০ বছরের ৩৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে, আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, নদী মাতৃক বাংলাদেশের নাব্যতা ফিরিয়ে আনতে দেশে সংগ্রহ করা ৩৪টি ড্রেজারকে পরিচালনা করার জন্য ১৭টি আর্ন্তজাতিক মানসম্পন্ন টাগবোর্ড নির্মাণ করা হচ্ছে। ১৬৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যায়ে কানাডার বরাট এলাইনের নকশা অনুযায়ী নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ডে এই টাগবোর্ডগুলো নির্মাণ করা হবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে ১০টি বোলার্ড পুলের টাগবোর্ডের (কিললেয়িং) নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) রিয়ার এডমিরাল এম শফিউল আজম ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক প্রমূখ। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীমাতৃক বাংলাদেশে নৌ চলাচল যতবেশী স্বাভাবিক হবে দেশের অথনীর্তিতে ততবেশী সচল হবে। কারণ সড়ক পথের চেয়ে নদী পথে যে কোন পণ্য পরিবহন সাশ্রয়ী । প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর শাসন আমলে নারায়ণগঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ড, খুলনা ডকইয়ার্ড ও চট্রগ্রাম ডকইয়ার্ড পরিত্যক্ত হয়ে পড়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই ডকইয়ার্ডগুলো নৌ পরিবাহিনীর কাছে পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন। যারা কারণে ডাকইয়ার্ডগুলো জীবন্ত হয়ে উঠেছে। আর্ন্তজাকিত মানসম্পন্ন জাহাজ নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে ডকইয়ার্ডগুলো। সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে প্রতিমন্ত্রী বলেন, আর্স্তজাতিক মান সম্পন্ন ১৭টি টাগবোর্ড দেশে প্রস্তুত করায় বহিবিশ্ব থেকে কেনার চেয়ে সাশ্রয়ী মুল্যে প্রস্তুত করা হচ্ছে। একই সাথে নিজের দেশে প্রস্তুত করার কারণে আমরা শিক্ষা লাভ করছি আরো বেশী দক্ষতা অর্জন করছি। ভবিষৎতে আরো বড় বড় জলযান তৈরি করতে পাররো।
×