ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ০০:৪৭, ১৯ এপ্রিল ২০২১

কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে গড়ে তুলতে এই সংগঠনটি গঠন করেছিলেন। করোনা মহামারীর কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে মানবিক কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে কৃষক লীগ। এছাড়া দিনটি উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ২৫ হাজার মাস্ক বিতরণ করা হবে। সংগঠনটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালনের আহ্বান জানিয়েছেন। প্রতিষ্ঠার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় ব্যারিস্টার বাদল রশিদকে সভাপতি ও আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কমিটি গঠিত হয়। এরপর থেকে সংগঠনটি কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করে আসছে। ১৯৮১ সালের শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের পর কৃষি ও কৃষকের কল্যাণে আবারও কৃষক লীগকে পুনর্গঠন করেন। সর্বশেষ ২০১৯ সালের ৬ নবেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে কৃষিবিদ সমীর চন্দকে সভাপতি ও এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। করোনাকালে প্রায় ২ লাখ কৃষক ও কৃষকের পরিবারের মাঝে খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১০টি হটলাইন চালু করে করোনার সময় প্রায় চার লাখ শতক কৃষি জমির ধান কেটে মাড়াই করে কৃষকের গোলায় তুলে দেয় কৃষক লীগ। বোরো ও আমন মৌসুমে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিভিন্ন জেলা উপজেলায় বিনামূল্যে ধান-সবজি বীজ ও সার বিতরণ করা হয়। এ ব্যাপারে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকের অভয়ারণ্য গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কৃষকদের নিয়ে কৃষক লীগের কমিটি। এই পর্যন্ত গ্রাম এবং ওয়ার্ড কমিটি গঠন সম্পূর্ণ করে কাউন্সিল করে প্রায় এক হাজার ৮১টি ইউনিয়ন কৃষক লীগ কমিটি গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান মাদক, দুর্নীতি ও মজুদদারির বিরুদ্ধে লড়াই করে আসছে কৃষক লীগ। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত এবং সাড়ে ১০টায় ধানমন্ডি-৩২ সংলগ্ন স্থানে মাস্ক বিতরণ, কেন্দ্রীয়ভাবে পোস্টার ও ফেস্টুন লাগানো হবে।
×