ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবতার ফেরিওয়ালাদের ফ্রি অক্সিজেন সেবা

প্রকাশিত: ১২:২৯, ১৮ এপ্রিল ২০২১

মানবতার ফেরিওয়ালাদের ফ্রি অক্সিজেন সেবা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শ্বাসকষ্টজনিত রোগীদের পাশে মানবতার ফেরিওয়ালা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গত এক বছর ধরে মানবতার সেবা দিয়ে যাচ্ছেন। প্রয়াত যুবদল নেতা এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের প্রতিষ্ঠিত এ সংগঠনে কাজ করছেন নয়জন স্বেচ্ছাসেবী। যাদের মুল কাজ হচ্ছে শ্বাসকষ্টজনিত রোগীর সন্ধান পেলেই তারা ওই রোগীর সহযোগিতার জন্য অক্সিজেন নিয়ে ছুটে যাচ্ছেন। করোনা মহামরীর প্রথম থেকেই জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত ছুটে চলছেন (হিউম্যান ভলান্টিয়ারস) মানবতার ফেরিওয়ালা নামের স্বেচ্ছাসেবী সংগঠনের একঝাঁক তরুণ। সংগঠনের সদস্য আলী হায়দার বলেন, নগরীর বিভিন্ন ওয়ার্ডের শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত প্রায় চার শতাধিক রোগীকে সংগঠনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট প্রদান করা হয়েছে। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানা পাল বলেন, হঠাৎ করে আমার শ্বাসকস্ট বেড়ে যাওয়ার পর তাৎক্ষনিক মানবতার ফেরিওয়ালার সদস্যদের ফোন করার সাথে সাথে তারা অক্সিজেন সাপোর্ট নিয়ে আমার বাসায় হাজির হন। তাদের দ্রুত সেবায় আমি সুস্থ হয়েছি।
×