ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আড়িয়াল বিলে ধানকাটা শুরু ॥ করোনায় শ্রমিক সংকটের আশঙ্কা

প্রকাশিত: ২০:০৮, ১৬ এপ্রিল ২০২১

আড়িয়াল বিলে ধানকাটা শুরু ॥ করোনায় শ্রমিক সংকটের আশঙ্কা

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বোরো মৌসুমের পাকা ধান কাটা শুরু হয়েছে। করোনা ভাইরাস মহামারীতে দূরপাল্লার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় গত বছরের মত এবারও দেখা দিয়েছে শ্রমিক সংকটের দুশ্চিন্তা। আড়িয়ল বিলে এ বছর পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ফলন ও খুব ভাল হয়েছে। দৃষ্টি যতদূর যায় বিলভরা শুধুই পাকা ধান। চলতি বছর এখান থেকে অন্তত ১৮ হাজার মেট্রিকটন ধান উৎপাদিত হবে। জেলার আড়িয়াল বিলের গাদিঘাট এলাকায় মঙ্গলবার থেকে ধানকাটা শুরুর পর এ পর্যন্ত পাঁচ হেক্টর জমির ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রাণী পুতুল। তিনি আরো জানান, অন্যান্য বছর এই সময় উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধান কাটার শ্রমিক আসে আড়িয়াল বিলের ধান কাটার জন্য। কিন্তু গত বছরের মত এবারও করোনা ভাইরাস মহামারির কারণে অবরোধ থাকায় সহজে শ্রমিক পাওয়া যাচ্ছে না। তবে এরই মধ্যে ফরিদপুর থেকে কয়েকশ শ্রমিক এসেছে। এই বিলের ধান কাটতে অন্তত আরও পাঁচ হাজার শ্রমিক প্রয়োজন। কৃষি শ্রমিকদের সর্বাত্মক অবরোধের বাইরে রাখা হয়েছে। অন্যান্য জেলা থেকে শ্রমিক আনার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, এই বিলের ধান কাটার জন্য চারটি কম্বাইন্ড হারভেস্টার তৈরি রয়েছে। প্রতিটি হারভেস্টারে প্রতিদিন ছয় একর জমির ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করা যায়। কিন্তু এই বিলের মাঝখানে এই হারভেস্টার নেওয়া কঠিন। তাই রিপার মেশিনে ধান কেটে বিলপারে রাখা হারবেস্টারে মাড়াই-ঝাড়াই করা হচ্ছে। নির্দেশনা দেওয়া হয়েছে ৮০ ভাগ ধান পেকে যাওয়ার পর ধান কেটে ফেলা সঠিক হবে। প্রাকৃতিক দুর্যোগের আগে ধান ঘরে তোলার তাড়া রয়েছে স্থানীয় ধান চাষীদের। তবে সব ধান এখনও পাকেনি।
×