ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ১৩:৫৫, ৭ এপ্রিল ২০২১

ঝিনাইদহে ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৫’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের পক্ষ থেকে এ প্রণোদনা বিতরণ করা হয়। সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষক-কৃষাণীদের হাতে সার ও বীজ তুলে দেন জেলা প্রশাসক মো: মজিবর রহমান। সেসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশীদ, নির্বাহী কর্মকর্তা এসএ শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম উপস্থিত ছিলেন। চলতি খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি ব্রী ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার প্রদাণ করা হয়েছে।
×