ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুধু নারী নয়, দেশের সব মানুষই আজ অধিকার বঞ্চিত ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:৪৫, ৯ মার্চ ২০২১

শুধু নারী নয়, দেশের সব মানুষই আজ অধিকার বঞ্চিত ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ শুধু নারী নয়, দেশের সব মানুষই আজ নির্যাতিত, বন্দী, অধিকার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার সকলের স্বাধীনতা হরণ করেছে। বাক ও মৌলিক স্বাধীনতা-গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে। নারীর অধিকার তখনই পুরোপুরি সংরক্ষণ করা যাবে, যখন দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র থাকবে উল্লেখ করেন। সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ব এই সমাবেশের আয়োজন করা হয়। তিনি বলেন, বর্তমান শাসনকালে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। দুর্ভাগ্য এই জাতির, পঞ্চাশ বছর পরেও বলতে পারি না আমরা স্বাধীন। মা-বোনেরা নিরাপদে চলতে পারে না। বলতে পারে না যে, তারা স্বাধীন। আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। অথচ এত বছর পরে এসেও অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে। ছাত্রনেতা, লেখক, সাংবাদিকদের ওপর নির্মম নির্যাতন চলছে। পুরুষতান্ত্রিক সমাজ ও অন্ধকার থেকে বেরিয়ে এসে সবাইকে আলোতে আসার আহ্বান জানিয়ে বলেন, পুরুষ-নারী সবাই মিলে চেষ্টা করলে দেশকে মুক্ত করা, নারীদের মুক্ত করার সেই লক্ষ্য পূরণ সম্ভব। পুরুষতান্ত্রিক সমাজ থেকে অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে নেতৃত্ব দিতে হবে। বিশ্বের নারীদের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, সুসংগঠিত করার জন্য সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। যারা দেশ পরিচালনা করছেন, তাদের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দুর্ভাগ্য দেশে যারা নারীদের অধিকারের বিষয়ে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন তাদের সবচেয়ে বেশি অবহেলা করা হয়। নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়ার কথা স্মরণ করে বলেন, উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে নারীর উন্নয়নের জন্য, তাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন। তিনি সেই আলো জ্বালিয়েছিলেন নারীদের মধ্যে, যাতে তারা বেরিয়ে আসেন এবং তাদের অধিকার আদায় করে নিতে পারেন। এরপরই যে নারীকে, যে নারী নেত্রীকে সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাতে চাই তিনি বেগম খালেদা জিয়া। উনি বাংলাদেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় কাজটি করেছিলেন। মেয়েদের বিনা বেতনে গ্র্যাজুয়েটের ব্যবস্থা করে দিয়েছিল। এটা খালেদা জিয়ার একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। অনুষ্ঠানে বক্তৃতায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে আমরা বাকশালের নমুনা দেখছি। বাংলাদেশ নাকি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, পুলিশ উৎসব করবে। এগুলো বাকশালের নমুনা। পুলিশ উৎসব করবে কেন? পুলিশ তো একটি রাষ্ট্রের নিরপেক্ষ প্রতিষ্ঠান। তিনি বলেন, আইয়ুব খান উন্নয়নের দশক করেছিল, স্বৈরাচারী শাসকের উন্নয়নের দশক। আর শেখ হাসিনার উন্নয়নের একযুগ আমরা দেখলাম। সেই উন্নয়ন হচ্ছে নারী নির্যাতনের উন্নয়ন। খবরের কাগজের পাতা খুললে শুধু নারী নির্যাতনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না। এদিকে সংক্ষিপ্ত সভা শেষে মহিলা দলের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বিএনপি কার্যালয় থেকে কাকরাইল মোড় হয়ে কেন্দ্রীয় অফিসের সামনে এসে শেষ হয়। মহিলা দলের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির কার্যালয়সহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় শোভাযাত্রাপূর্ব সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সভাপতি নুরে আরা সাফা, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা আরলি, নিলোফার চৌধুরী মনি ও জাহান পান্না বক্তব্য দেন। আগামী ১০ ও ১৬ মার্চ রাজধানীতে সমাবেশ করবে বিএনপি ॥ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে দুটি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ১০ মার্চ ঢাকা উত্তর সিটি ও ১৬ মার্চ দক্ষিণ সিটিতে সমাবেশ করবে দলটি। ঢাকা উত্তরে কাওরান বাজার মোড়, মোহাম্মদপুর শহীদ পার্ক এবং খিলগাঁও তালতলা মাঠ এবং দক্ষিণে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যেকোন স্থানে সমাবেশ করবে তারা। সমাবেশের বিষয়ে অবহিত করতে সোমবার ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেনের সঙ্গে সাক্ষাত করেছে বিএনপির প্রতিনিধি দল। সাক্ষাত শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন ও সারাদেশে যে নির্বাচন হচ্ছে সে নির্বাচনগুলোতে ভোট কারচুপি হচ্ছে, দিনের ভোট রাতে হচ্ছে এবং ভোটের অধিকার থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকায়ই আমরা দুটি জনসভার আহ্বান করেছি। এ বিষয়ে ইতোমধ্যে ডিএমপি যুগ্ম কমিশনার মনির হোসেনকে অবহিত করেছি। আশা করছি এই দুটি সমাবেশ করতে পারব।
×