ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বোরো ধান ও চা শিল্পের জন্য আশির্বাদ

প্রকাশিত: ১৩:৪৯, ৭ মার্চ ২০২১

হবিগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বোরো ধান ও চা শিল্পের জন্য আশির্বাদ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হাওড়, পাহাড় ও শিল্পের জেলা হবিগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি বোরো ধান ও চা শিল্পের জন্য আশির্বাদ নিয়ে এসেছে। কারণ মার্চের মাঝামাঝি সময়ে চায়ের উৎপাদন শুরু হবে। এ সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চা বাগানে আনন্দ উল্লাস শুরু হয়েছে। শনিবার ভোর সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। রাত ৮টায় আবারো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কিছুটা বাতাস বইছে। জানা গেছে, জেলার ৯টি উপজেলার মধ্যে মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জ, বাহুবল উপজেলায় রয়েছে পাহাড়ি এলাকা। এ পাহাড়ি এলাকাকে ঘিরে ছোট বড় মিলে ৪১টি চা বাগান গড়ে উঠেছে। এসব বাগানের বাসিন্দা প্রায় দেড় লাখ। এরমধ্যে স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৩২ হাজার শ্রমিক চা পাতা উত্তোলনে জড়িত। এ বৃষ্টিতে বিরাট উপকার হবে জানিয়েছেন বাগান মালিকরা। শুধু তাই নয়, জেলার বোরো ধান চাষিদের মুখেও হাসি ফুটেছে। কারণ এ বৃষ্টি বোরো ধানের জন্যও বিরাট উপকার হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান বলেন, হাওর এলাকাসহ জেলাজুড়ে প্রায় ১ লাখ ২২ হাজার ২৩৫ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হয়। অল্প হলেও সঠিক সময়ে বৃষ্টি হয়েছে। বোরো ধানের জন্য এ বৃষ্টি স্বর্ণ। একইভাবে চা শিল্পের জন্যও সুখবর। কারণ আর কয়েক দিনের মধ্যেই চা উৎপাদন শুরু হবার কথা।
×