ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিটিও ফোরামের সঙ্গে সংশ্লিষ্টতা পরিহারের নির্দেশ

প্রকাশিত: ২৩:০৩, ৪ মার্চ ২০২১

সিটিও ফোরামের সঙ্গে সংশ্লিষ্টতা পরিহারের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিটিও ফোরাম বাংলাদেশের সঙ্গে সব ধরনের সংশ্লিষ্টতা পরিহার করতে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১ মার্চ (সোমবার) দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক খাতের প্রধানদের বরাবর পাঠানো চিঠিতে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, সিটিও ফোরামের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছেদই নয়, সংশ্লিষ্টতা পরিহার করে তা কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। প্রসঙ্গত, দেশের ব্যাংক, আর্থিক খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি বিভাগে কর্মরত কর্মকর্তাদের সংগঠন হলো সিটিও ফোরাম বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের ওই চিঠির সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি বেসরকারী চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে ব্যাংকগুলোর সাইবার হ্যাকিং প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনায় অনুষ্ঠানের অন্যতম অংশগ্রহণকারী সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার সাইবার হ্যাকিং প্রতিরোধে ব্যাংকগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ও আনুষঙ্গিক বিষয়ে যেসব তথ্য উত্থাপন করেছেন সেসব অসত্য বলে জানানো হয়।
×