ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাজু আহমেদ

একজন মানবিক শিল্পী

প্রকাশিত: ২২:৪২, ৪ মার্চ ২০২১

একজন মানবিক শিল্পী

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে সমকালীন সঙ্গীত ও চিত্রশিল্প প্রতিভা, মানবিক মানুষ এমআই মিঠু। করোনাকালীন সঙ্গীতচর্চা, ছবি আঁকার পাশাপাশি প্যানডোমিকে ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সঙ্গীতচর্চা, ছবি আঁকা এবং মানবসেবা তিন ক্ষেত্রে কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে ডজনখানেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। চলছে নিত্যনতুন সঙ্গীত সাধনা ও ছবি আঁকার কাজ। তার শিল্প সাধনার অন্যতম বিষয়ও মানবিকতার জয়গান তথা মানব প্রেম। জয়পুরহাটের পাঁচবিবি এলাকার সম্ভ্রান্ত এক মধ্যবিত্ত পরিবারের সন্তান এমআই মিঠু। নিয়মিত সঙ্গীত চর্চার ধারাবাহিকতায় ২০১২ সালে প্রথম একক এ্যালবাম ‘স্বপ্ন আকাশ’ জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়। এরপর নিয়মিতভাবে বেশকিছু ডুয়েট এবং সিংগেল গান প্রকাশ হয় তার। এর মধ্যে এফ এ সুমনের সুর ও সঙ্গীতে ‘বন্ধু সাড়া দাও’ গানের মাধ্যমে নিজের রচনা ও গায়কির ব্যাপক পরিচিত পান মিঠু। এছাড়া বেশ কিছু নাটক ও টেলিফিল্মের টাইটেলও কণ্ঠ দিয়েছেন। নিয়মিত স্টেজ শোও করেন তিনি। নতুন কাজ প্রসঙ্গে মিঠু জানান ইতোমধ্যে দুটি একক ও দুটি দৈত গানের কম্পোজ শেষ হয়েছে। গীতিকার লালন লোহানীর রচনা, নাজির মাহমুদের সুর, জাহিদ বাশার পংকজের সঙ্গীতে এম আই মিঠু এবং পারশা মেহজাবিনের দ্বৈত কণ্ঠে ‘সুখে থাকার কারণ’ গানটি প্রকাশ হতে যাচ্ছে। গানটির পুরুষ কণ্ঠের সিঙ্গেল ভার্সনও প্রকাশ হবে। সেই সঙ্গে মিঠুর লেখা, সুর ও কণ্ঠে, জাহিদ বাশার পঙ্কজের সঙ্গীতে ‘ভাল আছি’ গানের ভিডিও অচিরেই প্রকাশ হবে বলে জানান তিনি। সঙ্গীতচর্চার পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও সুনাম আছে মিঠুর। তার আঁকা চিত্রকর্ম ও ভাস্কর্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গ্যালারিতে প্রদর্শিত ও সংগৃহীত হয়েছে। এ পর্যন্ত তার ৯টি একক ও প্রায় ৫৭টি গ্রুপ প্রদর্শনী হয়েছে। এ ছাড়া নতুন শিল্পকর্ম সৃষ্টি করছেন প্রতিনিয়তই। সুযোগ পেলেই রং তুলি হাতে নিয়ে বসে যান ছবি আঁকতে। সেই সব আঁকা থেকে বাছাইকৃত ছবি নিয়ে ১০তম একক প্রদর্শনী করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। চিত্রশিল্পী হিসেবে স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে দেশে-বিদেশে দেড় ডজন পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে দেশে ‘সশস্ত্র বাহিনী পদক’, বীর শ্রেষ্ঠ ‘নূর মোহাম্মদ পদক’, ভাস্কর্য বিভাগে ‘শ্রেষ্ঠ’ পুরস্কার, ‘মেরিট’ পুরস্কার, বিদেশে মালয়েশিয়ায় ‘মিকা’ পুরস্কার, জাপানসহ একাধিক দেশে সম্মান সূচক ‘অনারেবল ম্যানসন এ্যাওয়ার্ড’ প্রভৃতি। মানবিক মানুষ শিল্পী এম আই মিঠু করোনাকালীন সময়ে মানুষের পাশেও দাঁড়িয়েছেন। মিঠুর প্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন ‘দুস্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি’ (ডিকেএসপি) অসহায় এবং সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করছে। এ প্রসঙ্গে এম আই মিঠু বলেন- অদৃশ্য মহামারী করোনা অনেকের কাছে পজিটিভ হলেও আমার কাছে তা পজিটিভের বিকল্প শক্তি নেগেটিভ। অর্থাৎ কোয়ারেন্টাইন ই আমার কাছে শতভাগ পজিটিভ। এই সময়েও ২ শতাধিক পেইন্টিং এবং ২০টি ভাস্কর্যের কাজ সম্পূর্ণ করেছি। শত প্রতিকূলতাতেও শিল্প সাধনা অব্যাহত রাখতে চাই। আজন্ম শিল্পপথিক এম আই মিঠুর যাত্রা আরও উজ্জ্বল হোক, সেই প্রত্যাশা। তাঁর জন্য শুভ কামনা।
×