ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা, ট্রলার জব্দ

প্রকাশিত: ১৮:৫০, ১ মার্চ ২০২১

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা, ট্রলার জব্দ

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতালা বাজার সংলগ্ন ইছামতি নদীর পাড়ের সহ তলদেশ হতে মাটি অবৈধভাবে উত্তোলন করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা ও পরিবহনের কাজে ব্যবহৃত মাটি ভর্তি ট্রলারটি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বিপননের উদ্দেশ্যে নদী তীরের উন্মুক্ত স্থান সহ তলদেশ থেকে মাটি উত্তোলন করার অপরাধে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ অর্থদন্ডাদেশ প্রদান সহ ট্রলারটি জব্দ করেন। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করায় জামালপুর জেলার ইসলামপুর থানার বানিয়ারচর গ্রামের সানাউল্লার পুত্র মো. বিল্লালকে অর্থদন্ড প্রদান করা হয়।
×