ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জামালপুরে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করল মানবাধিকার কমিশন

প্রকাশিত: ১৯:৪৪, ২৮ জানুয়ারি ২০২১

জামালপুরে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করল মানবাধিকার কমিশন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ দশদিন আগে স্ত্রীকে তালাক দিয়ে ওই স্ত্রীর সাথে সংসার করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ডাকযোগে তালাকনামা এ ঘটনা ফাঁস হয়ে যায়। পরে মানবাধিকার কর্মীরা ওই গৃহবধূকে উদ্ধার করে অভিভাবকদের কাছে পৌছে দেয়। জানা গেছে, পনের বছর আগে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে হাসিনা বেগমের সাথে বকশীগঞ্জ পৌর এলাকার মেষের গ্রামের গোলাম মোস্তফার ছেলে গোলাম রব্বানীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে একের পর যৌতুক দাবি করে গোলাম রব্বানী। এ পর্যন্ত প্রায় ছয় লাখ টাকাও তোলে দেওয়া হয় কিন্তু এরপর চাহিদা আরও বাড়ার পাশাপাশি নির্যাতনের মাত্রাও বাড়তে থাকে। একপর্যায়ে যৌতুক দিতে অস্বীকার করায় স্ত্রীকে বাড়িতে রেখে গত ২১ জানুয়ারি ঢাকার এক কাজী অফিসে গিয়ে তাকে তালাক দেয়। পরে বৃহস্পতিবার এই তালাকনামার বিষয়টি বকশীগঞ্জ শাখা মানবাধিকার কমিশনের সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের নজরে এলে তার সহায়তায় বকশীগঞ্জ পৌর শাখা মানাবাধিকার কমিটির সভাপতি মোসাদ্দেুকর রহমান মানিক ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নাদিম নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে অভিভাবকের হাতে অর্পণ করেন। এ সময় উপজেলা মানাবাধিকার কমিটির সহ-সভাপতি সরকার আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এ বিষয়ে বকশীগঞ্জ মানবাধিকার কমিটির সভাপতি নজরুল ইসলাম ইসলাম জনকণ্ঠকে জানান, নির্যাতিত গৃহবধূর অধিকার আদায়ে মানবাধিকার কমিশন বকশীগঞ্জ শাখা কাজ করবে। এই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
×