ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লরিতে ৩৯ লাশ ॥ যুক্তরাজ্যে ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত: ১৬:১১, ২৩ জানুয়ারি ২০২১

লরিতে ৩৯ লাশ ॥ যুক্তরাজ্যে ৪ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যের এসেক্সের কাছে একটি শিল্প এলাকায় লরির কনটেইনারের ভেতর ৩৯ ভিয়েতনামি অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধারের ঘটনায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ওল্ড বেইলির আদালত। ২০১৯ সালের অক্টোবরে বেলজিয়াম থেকে টেমসের পারফ্লিট নদীবন্দরে আনার পথে কনটেইনারের ভেতর শ্বাসরুদ্ধ হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ‘অত্যন্ত বেদনাদায়ক’ মৃত্যু হয়েছিল, বলেছেন এক বিচারক। ওই হৃদয়বিদারক ঘটনায় দোষীদের মধ্যে ‘নেতৃস্থানীয় ভূমিকা’ রাখা ৪১ বছর বয়সী রোনান হিউজেস ও ৪৩ বছর বয়সী জর্জে নিসাকে যথাক্রমে ২০ ও ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নরহত্যার দায়ে দুই লরি চালককেও কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ইয়ামন হ্যারিসন নামে ২৪ বছর বয়সী একজনকে দেওয়া হয়েছে ১৮ বছরের সাজা; ২৬ বছর বয়সী রবিনসন পেয়েছেন ১৩ বছর ৪ মাসের কারাদণ্ড। বেআইনি অভিবাসন প্রক্রিয়ায় সহায়তা করার অপরাধে আদালত মানবপাচার চক্রের আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। এর মধ্যে আরমাগের ২৪ বছর বয়সী ক্রিস্টোফার কেনেডিকে দেওয়া হয়েছে ৭ বছর, বার্মিংহামের ৩৮ বছর বয়সী ভ্যালেন্টিন কালোটা ও এসেক্সের ২৮ বছর বয়সী আলেক্সান্দ্রু-ওভিদিউ হ্যাঙ্গা পেয়েছেন যথাক্রমে সাড়ে ৪ বছর ও তিন বছরের সাজা। ২০১৯ সালের ২৩ অক্টোবর লন্ডনের এসেক্সে একটি রেফ্রিজারেটর লরির ভেতর থেকে ৩৯ জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ৩১ পুরুষ ও ৮ নারীর সবাই ছিলেন ভিয়েতনামের নাগরিক।
×