ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে রোগীবাহী এ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ২, আহত ৪

প্রকাশিত: ২০:০১, ২২ জানুয়ারি ২০২১

মাদারীপুরে রোগীবাহী এ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ২, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরের শিবচরে শুক্রবার দুপুর ১২ টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় রোগীবাহী একটি এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে ২জন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন। আহতদের উদ্ধার করে প্রথমে পাচ্চর রয়েল হাসপাতালে এবং পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকা যাচ্ছিল খাদিজা বেগমের পরিবার। এ্যাম্বুলেন্সটি পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) এবং জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭) মারা যায়। খবর পেয়ে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় শেফালী বেগম (৪৫), সোহাগ (৩০), পলাশ (২৫) ও এ্যাম্বুলেন্স চালক আবুল বাশারকে (৪০) উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। শিবচর হাইওয়ে থানার (ওসি) সোহরাব আহমেদ মজুমদার বলনে, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। নিহত খাদিজা বেগম বরিশালের উজিরপুর উপজেলার বাবরখানা গ্রামের আনোয়ার তালুকদারের স্ত্রী ও মেহেদী হাসান নিহত খাদিজার ভাই একই উপজেলার জালাউদ্দিনের ছেলে। দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশের জিম্মায় আছে।
×