ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিহারে শের শাহের তৈরি বাঁধ ধ্বংসের মুখে

প্রকাশিত: ২০:১৮, ২৮ ডিসেম্বর ২০২০

বিহারে শের শাহের তৈরি বাঁধ ধ্বংসের মুখে

ভারতের বিহারের সোন নদীর কাছে ৫শ’ বছর আগে তৈরি উঁচু বাঁধটি ধ্বংস হতে চলেছে। মধ্যযুগীয় দিল্লীর সম্রাট শেরশাহ সুরী তার বিখ্যাত গ্রান্ড ট্রাঙ্ক রোডের অংশ হিসেবে এই বাঁধটি তৈরি করেছিলেন। তবে বর্তমানে বালুদস্যুদের অত্যাচারে এর অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। ষোড়শ শতাব্দীতে পাথরের তৈরি উঁচু বাঁধ বা রাস্তাটি চলতি শতকের প্রথম দুই দশক পর্যন্ত রীতিমতো অক্ষতই ছিল। ২০১৬ সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এটিকে শনাক্ত করে। কিন্তু গত মাত্র চার বছরে এটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য দায়ী বিহারের বালুদস্যুরা। রাজ্যটির আওরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই বাঁধটিকে সোন নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু গাড়িতে বোঝাই করার কাজে জেটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বালুবহনকারী ট্রাকের চাকার নিচে ক্ষতবিক্ষত হচ্ছে এটি। এই বাঁধের ওপর দিয়ে প্রতিদিন চালান যাচ্ছে টনকে টন বালি। ফলে কিছু কিছু স্থানে দেবে গেছে। বাঁধটি তৈরি করার সময় ব্যবহার করা হয়েছিল বড় বড় পাথরের টুকরো। -টেলিগ্রাফ
×