ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ২০:৪৫, ২১ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের দ্রুত বিচার দাবি

ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ভাস্কর্য ও মূর্তি এক নয়, এটি প্রামাণ্যরূপে জানার পরও স্বাধীনতা বিরোধীরা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে তাদের স্বরূপ উন্মোচন করেছে। তারা তাদের এই অপকর্মের জন্য বেছে নিয়েছে মুক্তিযুদ্ধের ঐতিহ্যের ধারক কুষ্টিয়ার মাটি এবং বাঙালীর বিজয়ের মাসকে। এ থেকে তাদের ষড়যন্ত্রের মাত্রা ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা করা যায় আর তা হলো- স্বাধীনতার স্বপক্ষের শক্তি তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নাধীন জাতির পিতার সারাজীবনের স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের উদ্যোগকে বাধাগ্রস্ত করা। আমাদের দৃঢ় বিশ্বাস, তাদের এই উদ্দেশ্য কখনই সফল হবে না। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম দাবি করছে যে, যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে, তাদের পৈশাচিক উদ্দেশ্য ও তাদের মদদদাতাদের পরিচয় উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। -বিজ্ঞপ্তি
×