ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:০৯, ১৫ ডিসেম্বর ২০২০

রোহিঙ্গা ইস্যুতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকেই সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানের আগে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরী। একইসঙ্গে রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে গণতন্ত্র প্রতিষ্ঠায় নৈতিক ও যৌক্তিক ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। বলেন, সরকারের সার্বিক অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের ধারাবাহিক পরিণতিই রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক স্থবিরতার প্রধান কারণ। এজন্য সবার আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তাহলেই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য নির্বাচিত সরকার আন্তর্জাতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সরকার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত একজন রোহিঙ্গা শরণার্থীকেও ফেরত পাঠাতে পারেনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের আন্তরিকতা ও সদিচ্ছাও প্রমাণ করতে পারেনি। ফলে প্রত্যাবাসন প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ মুহূর্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার মতামত উপেক্ষা করে ভাসানচর দ্বীপে একাংশকে স্থানান্তরের ফলে শরণার্থীদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে স্বদেশ প্রত্যাবর্তনের দাবি দুর্বল হয়ে পড়েছে। শহীদ বুদ্ধিজীবী বেদিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন ॥ শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সোমবার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান মির্জা ফখরুল। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এ সময় তার সঙ্গে ছিলেন।
×