ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কামারখালী বাজারে পুড়ে গেছে দশ দোকান

প্রকাশিত: ২১:৩৬, ৫ ডিসেম্বর ২০২০

কামারখালী বাজারে পুড়ে গেছে দশ দোকান

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ ডিসেম্বর ॥ মধুখালী উপজেলার কামারখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজলোর কামারখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, উপজলোর কামারখালী বাজারের হাসান শেখের লেপ-তোশকের দোকান জান্নাত বেডিং হাউজে তুলা ধুনার মেশিন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনে আশপাশের ব্যবসা-প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফরিদপুর, মাগুরা ও মধুখালী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে শহিদুল ইসলামের লেপ-তোশকের দোকান খান বেডিং হাউজ, কৃষ্ণরবি দাসের জুতার দোকান, রবিউল ইসলামের কাপড়ের দোকান, শ্যামল সেনের মুদি দোকান, কমল সেনের স্বর্ণের দোকান, প্লাবন মোল্যার ফার্নিচারের দোকান, মিরাজ শেখের জুতা-স্যান্ডেলের দোকান, শওকত শেখের সিমেন্টের ও টিনের দোকান এবং জাকির হোসেনের দোকান ভস্মীভূত হয়। কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম বলেন, আগুনের ঘটনায় প্রাথমিক অবস্থায় ব্যবসায়ীরা নিভানোর কাজে অংশ নেন। পরে মধুখালী থেকে দমকল বাহিনীর একটি ইউনিট আসে। তবে ওই ইউনিটটি আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে মাগুরা ও ফরিদপুরের থেকে দমকল বাহিনীর আরও দুটি ইউনিট এসে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ওই ব্যবসায়ীদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটি তুলার দোকানেরই ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকার।
×