ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে সভা সমাবেশ নিষিদ্ধ মুক্তিযুদ্ধের ওপর কালিমা লেপন ॥ আ স ম রব

প্রকাশিত: ২৩:৫১, ৪ ডিসেম্বর ২০২০

বিজয়ের মাসে সভা সমাবেশ নিষিদ্ধ মুক্তিযুদ্ধের ওপর কালিমা লেপন ॥ আ স ম রব

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের মাসে জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে মিছিল, সভা-সমাবেশে অংশগ্রহণ করে ’৭১-এর বিজয়কে উদ্যাপন করবে, তখন সরকার বিজয়ের মাস উদ্যাপনে বিকল্প হিসেবে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের ওপর কালিমা লেপন করেছে। বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন। বুধবার অনুমতি ছাড়া ঢাকা মহানগরীতে যে কোন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পূর্বানুমতি ছাড়া কেউ এমন কার্যকলাপে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। হেফাজত ইসলামের পক্ষ থেকে ভাস্কর্যবিরোধী সভা-সমাবেশ শুরুর পর পুলিশের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের চাতুর্যপূর্ণ ও অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে রব বলেন, ভিন্নমত ও পথকে রাষ্ট্রযন্ত্র দ্বারা বল প্রয়োগ করে রুদ্ধ করার মানসিকতা জাতির জন্য অভিশাপ বয়ে আনছে। রাজনীতিবিহীন সমাজ জনমনে বিচ্ছিন্নতার জন্ম দেয়, জনগণকে আত্মোপলব্ধি থেকে বঞ্চিত করে এবং ব্যক্তির আত্মবিকাশের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। মুক্তিযুদ্ধে গৌরবের বিজয়ের মাসে জনগণের রাজনৈতিক অধিকার হরণের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পদক্ষেপ বলেও মন্তব্য করেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম এই সংগঠক। জননিরাপত্তার অজুহাতে রাজনৈতিক সভা-সমাবেশকে নিষিদ্ধ করা রাষ্ট্রকে আরও দুর্বৃত্তপরায়ণ করার অপচেষ্টা উল্লেখ করে রব বলেন, গণতন্ত্রহীনতা সমগ্র সমাজকে ভয়ঙ্কর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে অর্থাৎ সমাজকে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে স্থবির করে মধ্যযুগের দিকে ধাবিত করছে।
×