ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর রায়েরবাজারে এক গৃহবধূ খুন

প্রকাশিত: ১৯:২৪, ৩ ডিসেম্বর ২০২০

রাজধানীর রায়েরবাজারে এক গৃহবধূ খুন

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর রায়েরবাজার এলাকায় দাম্পত্য কলহের জের ধরে রোকসানা আক্তার ময়না (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী ইউসুফ রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বারইনগর গ্রামে। তিনি স্বামী ইউসুফ, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পূর্ব রায়েরবাজার হাই স্কুলের পিছনে আনোয়ার খানের একতলা বাড়িতে ভাড়া থাকতেন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, ইউসুফ রানা চটপটি বিক্রেতা। ময়না গৃহিনী। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে ইউসুফ ও ময়নার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ হাতুড়ি দিয়ে তার স্ত্রী ময়নার মাথায় আঘাত করেন। এ সময় ময়না লুটিয়ে পড়লে তাঁর গলা টিপে ধরেন স্বামী ইউসুফ। এতে ঘটনাস্থলেই ময়নার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে গভীররাতে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর নিহতের স্বামী ইউসুফ গ্রেফতার করা হয়। পরে ময়নার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। দুপুরে তার লাশের ময়নাতদন্ত হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁিড়র পরিদর্শক বাচ্চু মিয়া জানান। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে নিহত ময়নার ভাই ফরহাদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
×