ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাটারায় হিজবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার

প্রকাশিত: ১৯:২২, ৩ ডিসেম্বর ২০২০

ভাটারায় হিজবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারা এলাকায় লুৎফর রহমান জুনায়েদ ওরফে জেবি (৩১) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ। পুলিশের এটিইউ ইউনিট জানায়, জুনায়েদ বর্তমানে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ (মার্কেটিং) ১০ম সেমিস্টারের শিক্ষার্থী। বৃহস্পতিবার ভোরে ভাটারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত জুনায়েদ রাজধানীর মোহাম্মদপুর ও ভাটারা থানায় দায়ের করা দু’টি মামলার পলাতক আসামি। ভোরে ভাটারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জুনায়েদ ও তার সহযোগীরা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে হিযবুত তাহরীরের পক্ষে অনলাইন প্রচারণা, পোষ্টারিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
×