ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রাশিল্পীদের মানববন্ধন

প্রকাশিত: ২০:০৭, ৩০ নভেম্বর ২০২০

যাত্রাশিল্পীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কারণে ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আজ ধ্বংসের মুখে। তার পরে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে হাজির হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সবমিলিয়ে মহাসঙ্কটের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে যাত্রাশিল্প। যাত্রাশিল্পের বিভিন্ন সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। এ উদ্দেশ্যে যাত্রাদল-মালিক ও শিল্পীরা শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে মিলিত হয়। ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের বহুমুখী সমস্যার সমাধানে যাত্রাদল মালিক ও শিল্পীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ আয়োজিত মানববন্ধনে শিল্পীরা বলেন, বর্তমানে দেশে যাত্রানুষ্ঠান নেই। এটি একটি পেশাদারী শিল্প। কিন্তু পেশাগত অনিশ্চয়তায় যাত্রাশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েছেন। করোনাকালীন পরিস্থিতিতে মালিক ও শিল্পীরা বর্তমানে দুঃসহ অবস্থায় দিন যাপন করছে। দুই বেলা দুমুঠো ঠিকমতো খাওয়াও জুটছে না। যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের নেতারা বলেন, অবস্থা এমন প্রতিকূল যে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক যাত্রাপালাও তারা মঞ্চায়নের সুযোগ পাচ্ছে না। মানববন্ধনে এসব সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ৭ দফা দাবি জানিয়েছে শিল্পীরা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সুষ্ঠুভাবে যাত্রা প্রদর্শনীর অনুমতি প্রদানে জেলা প্রশাসনের নতুন প্রজ্ঞাপন জারির নির্দেশ, করোনা পরিস্থিতিতে যাত্রাশিল্পীদের আর্থিক প্রণোদনা দেয়া, যাত্রাদল মালিকদের ১০ লক্ষ টাকা করে অনুদান এবং চলচ্চিত্র শিল্পীদের মতো যাত্রাশিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করা। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বদরুল আলম দুলাল, বজলুর রহমান মিলন, ভিপি বেলায়েত, এম এ মান্নান, এম আলম লাবলু, পারুল বেগম, আয়শা আক্তার, মনির হোসেন শাহ্, মোঃ আলী, মোশারফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম প্রমুখ নেতা।
×