ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশু ধর্ষক মন্টুর সর্বোচ্চ শাস্তি দাবি

প্রকাশিত: ২১:৩১, ২৪ নভেম্বর ২০২০

শিশু ধর্ষক মন্টুর সর্বোচ্চ শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার গ্রামে তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ধর্ষক মন্টুর সর্বোচ্চ শাস্তি ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা নির্যাতিত পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করেন। আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নবাসীর উদ্যোগে সোমবার সকালে স্থানীয় মিত্রতেতুলিয়া বাজারে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিশু, বৃদ্ধ, যুবক ও মহিলারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, ধর্ষক মন্টুর লোলুপ আচরণের হাত থেকে সংখ্যালঘু ও সাধারণ পরিবারের মেয়ে ও স্ত্রী কেউ নিরাপদ নয়। তাকে গ্রেফতারের পর মন্টুর সহযোগীরা মামলার বাদী ও তার পরিবারের লোকজনের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। বক্তারা এ সময় ধর্ষক মন্টুর সর্বোচ্চ শাস্তি ও তার সহযোগীদের হাত থেকে ভুক্তভোগী পরিবারকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
×