ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্রামের মধ্যে প্রবাসীর স্ত্রীর লাশ, আলামত উদ্ধার

প্রকাশিত: ২১:৩১, ২৪ নভেম্বর ২০২০

ড্রামের মধ্যে প্রবাসীর স্ত্রীর লাশ, আলামত উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রবাসীর স্ত্রীকে হত্যার পর লাশ ড্রামে ভরে বাসযোগে গুম করার চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডের স্থান চিহ্নিতসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। সোমবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত রহিমা বেগম (৪৫) হত্যার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত গৌরনদীর ভীমেরপাড় গ্রামের আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী। নিহত সাবিনা বেগম গৌরনদীর দিয়াশুর গ্রামের কাতার প্রবাসী শহিদুল ইসলাম শফিকুলের স্ত্রী। ওসি আরও জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরেই প্রবাসীর স্ত্রী সাবিনা বেগমকে (৩৪) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আব্দুল খালেক হাওলাদারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত সাবিনার দেবর মনির হাওলাদার জানান, কাতার যাওয়ার জন্য খালেক হাওলাদার তার ভাবির (সাবিনা) কাছে চার লাখ টাকা দিয়েছিল। করোনার কারণে বিদেশ পাঠাতে বিলম্ব হওয়ায় খালেক তার সমুদয় টাকা ফেরত চায়। একপর্যায়ে দেড় লাখ টাকা ফেরত দেয়া হয়। বাকি আড়াই লাখ টাকার জন্য খালেক বিভিন্ন সময় সাবিনাকে চাপ প্রয়োগ করে আসছিল। উল্লেখ্য, ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসটার্মিনাল এলাকার একটি বাস থেকে শুক্রবার রাত আটটার দিকে ড্রামের ভেতর থেকে প্রবাসীর স্ত্রী সাবিনার লাশ উদ্ধার করে পুলিশ। লাশভর্তি ড্রামের মধ্যে কাঁচের মালামাল রয়েছে জানিয়ে বরিশালের গড়িয়ারপাড় নামকস্থান থেকে দুই যুবক ভুরঘাটার উদ্দেশ্যে বাসযোগে নিয়ে আসেন। এ সময় পাঞ্জাবি পরিহিত একজন এবং তার সহযোগী বাসের ইঞ্জিন কভারে বসে ভুরঘাটা আসেন। সেখানে নেমে তারা ড্রামটি রেখে ভ্যান আনার কথা বলে কৌশলে পালিয়ে যায়।
×