ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রকাশিত: ২১:২২, ২৪ নভেম্বর ২০২০

শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। সূচকের পতনের মধ্যে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেনও কমেছে। উভয় শেয়ারবাজারেই প্রায় এক মাস পরে লেনদেন ও দর বৃদ্ধিতে প্রাধান্য ছিল বীমা খাতের। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বেশিরভাগ কোম্পানির দর কমার মধ্যে দিয়ে সকালে শুরুতেই সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। শুধু বীমা খাত ছাড়া সবক্ষেত্রেই শেয়ার বিক্রির চাপ ছিল। বিক্রির চাপে প্রথম আধাঘণ্টার লেনদেনেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্টের ওপরে পড়ে যায়। তবে লেনদেনের শেষ দেড় ঘণ্টায় বেশকিছু প্রতিষ্ঠানের দাম বাড়ে। এরপরও বড় পতনের হাত থেকে রক্ষা পায়নি সূচক। ডিএসইতে প্রায় এক মাস পরে নতুন করে লেনদেনের আধিপত্য ফিরে এসেছে বীমা খাতে। এই দিনে খাতটির প্রায় ৮৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। সারাদিনে খাতটির মোট ১৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সার্বিক লেনদেনের ৩৫ দশমিক ৩৮ শতাংশ। এরপরে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ এবং রসায়ন খাত। এই খাতের মোট লেনদেনের পরিমাণ ৭৬ কোটি টাকা। খাতটির মোট বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মা লেনদেনে নেতৃত্ব দিয়েছে। তবে সার্বিকভাবে দর বৃদ্ধিতে প্রাধান্য ছিল তালিকাভুক্ত বীমা খাতের। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৭ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্য সূচকের এই বড় পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৩৪টি এবং ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬২১ কোটি ২৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২৫ কোটি ৭৫ লাখ টাকা। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২৬ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৬৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি এক লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
×