ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বে করোনায় ফের রেকর্ড সংক্রমণ

প্রকাশিত: ২২:৫৯, ১৭ নভেম্বর ২০২০

বিশ্বে করোনায় ফের রেকর্ড সংক্রমণ

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রিটেনে জ্যানসেনের টিকার ট্রায়াল শুরু। আর যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগী ১ কোটি ১০ লাখ ছাড়াল। দেশটিতে এক সপ্তাহের কম সময়ে ১০ লাখ লোক আক্রান্ত হয়েছে। এছাড়া ট্রাম্পের নিরাপত্তায় থাকা ‘সিক্রেট সার্ভিসের’ ১৩০ কর্মী করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে ভারতে ৪ মাসে সর্বনিম্ন সংক্রমণ দেখা গেছে। যদিও অস্ট্রিয়ায় ফের লকডাউন জারি হয়েছে। ইউরোপে উর্ধমুখী সংক্রমণ দেখা দিয়েছে। বিশে^ সোমবার পর্যন্ত ৫ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১৩ লাখ ২৬ হাজার ৩১৪ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ১৩১ জন। এখনও চিকিৎসাধীন আছেন ১ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার চার জন। যাদের মধ্যে ৯৮ হাজার ৯০৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় মহামারী করোনার প্রাদুর্ভাব আরও প্রকট আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেয়া হিসাবে, রবিবার সারাবিশ্বে ৬ লাখ ৬০ হাজার ৯০৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর আগে কখনও একদিনে এত মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হননি। চলতি সপ্তাহের বেশিরভাগ দিন রেকর্ড করোনার সংক্রমণ প্রত্যক্ষ করেছে বিশ্ব। একদিন আগে অর্থাৎ গত শুক্রবারও ৬ লাখ ৪৫ হাজার ৪১০ হলে সেটাই ছিল সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল গত ৭ নবেম্বর। ওই দিন ৬ লাখ ১৪ হাজার ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। নতুন করে রেকর্ড আক্রান্তের দিনে সবচেয়ে বেশি ২ লাখ ৬৯ হাজার ২২৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে দুই আমেরিকা মহাদেশে। এর আগে ওই দুই মহাদেশে এত মানুষ করোনায় আক্রান্ত হননি। প্রায় প্রতিদিনই করোনায় আক্রান্তর সংখ্যা বাড়ছেই। গত শনিবার, রবিবার এবং মঙ্গল ও বুধবার ছিল রেকর্ড সংক্রমণ। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। জ্যানসেনের ট্রায়াল শুরু ॥ কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে সক্ষম এমন একটি সম্ভাব্য টিকার বড় ধরনের ট্রায়াল শুরু হয়েছে ব্রিটেনে। দেশটিতে এ নিয়ে এ ধরনের তৃতীয় ট্রায়াল হচ্ছে। বেলজিয়ামের কোম্পানি জ্যানসেনের বানানো এই প্রতিষেধকে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রশিক্ষিত করতে জিন পরিবর্তন করা ঠাণ্ডার একটি সাধারণ ভাইরাস ব্যবহার করা হয়েছে। অন্য একটি ভ্যাকসিনের ট্রায়ালের প্রাথমিক ফলাফলে ৯০ শতাংশ সুরক্ষা মেলার বিষয়টি জানার এক সপ্তাহের মধ্যে জ্যানসেনের এই টিকার বড় ট্রায়াল শুরু হলো। মহামারীর সমাপ্তি নিশ্চিত করতে অনেক ধরনের ভ্যাকসিনেরই দরকার হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ফাইজার ও বায়োএনটেকের টিকার সাফল্যের খবর বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে আনন্দিত করেছে। শনাক্ত রোগী এক কোটি ১০ লাখ ছাড়াল ॥ যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। রবিবার দেশটি উদ্বেগজনক এই সংখ্যা পার করল। মহামারী আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে, ৮ নবেম্বর শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি পার হয়েছিল, তারপর মাত্র আট দিনে রোগী বেড়েছে আরও ১০ লাখ। মহামারী শুরু হওয়ার পর এ পর্যায়েই দেশটিতে সবচেয়ে কম সময়ের মধ্যে এত বেশি পরিমাণ রোগী শনাক্ত হলো। ভারতে ৪ মাসে সর্বনিম্ন সংক্রমণ ॥ গত ৪ মাসের মধ্যে দৈনিক সংক্রমণ সবচেয়ে কমেছে। সরকারী তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৫৪৮ জন। এর আগে গত জুলাই মাসের ১৫ তারিখে সবচেয়ে কম সংক্রমণ দেখা গেছে। সে সময় দৈনিক সংক্রমণ ছিল ৩০ হাজারের কম। সরকারী হিসাব অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৯ হাজার ৪২৯। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। অস্ট্রিয়া ফের লকডাউন ॥ ইউরোপে দ্বিতীয় দফায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। অনেক দেশ ফের লকডাউনসহ বিধিনিষেধ আরোপ করেছে। অস্ট্রিয়াতে রাত্রীকালীন কার্ফ্যু জারি ছাড়াও আংশিকভাবে অনেক কিছু বন্ধ করে দেয়া হয়েছিল।
×