ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যাচ্ছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৪:২৫, ১২ নভেম্বর ২০২০

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যাচ্ছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়

জাককানইবি প্রতিনিধি ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানটির ৩০ তম একাডেমিক কাউন্সিল সভায় ইউজিসির আহ্বানে গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয় তবে সেই পরীক্ষা অবশ্যই অনলাইনে নয়। এ ছাড়া বিভাগে বিভাগে আটকে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল, স্নাতক ও স্নাতকোত্তরে শেষ পর্বে থাকা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়ে দুই নির্দেশনা এসেছে এই সভা থেকে। ফলাফল প্রদানের বিষয়ে জোরালো তাগিদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের যেসকল বর্ষ/সেমিস্টারের অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ হবে বলে জানানো হয়েছে। শেষ পর্বে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রাথমিক চিন্তাভাবনা চলছে, তবে তা ‘যদি সরকারি অনুমতি আসে তবেই সম্ভব। বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের সমাপনী পরীক্ষা ও মাষ্টার্স দ্বিতীয় সেমিস্টারের সমাপনী পরীক্ষা গ্রহণ বাকী রয়েছে তা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ নবেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার সরকারি সিদ্ধান্ত রয়েছে, এরপরে যদি সরকারি ঘোষণায় একাডেমিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় কেবলমাত্র তবেই স্বাস্থ্যবিধি (আবাসিক হল না খুলে) মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। সভায় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীরসহ বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানরা অংশ গ্রহণ করেন। সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষা গ্রহণ। তাছাড়া সেমিস্টার ফি মওকুফ এর বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত নেয়া হয়নি তবে অর্থ কমিটির সভায় এজেন্ডা হিসেবা রাখা হয়েছে বিষয়টি বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। এদিকে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে।
×