ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের নৌ-যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১৩:১৪, ২৩ অক্টোবর ২০২০

হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের নৌ-যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ ভারি বর্ষণের ৪ নং হুশিয়ারী সতর্ক সংকেত থাকায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ- যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্বান্ত মানতে হবে সকলকে। এদিকে সকাল থেকে হাতিয়ায় মুশুলধারে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ধমকা হাওয়া বয়ে যেতে দেখা গেছে। গ্রামের অনেক সড়কে গছপালা পড়ে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। আকাশ মেঘলা হয়ে অনেকটা অন্ধকার হয়ে গেছে। মানুষের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে। এছাড়া ৪ নং হুশিয়ারী সংকেত থাকায় হাতিয়া উপজেলায় ১৭৭টি সিপিপি ইউনিটে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, আমাদের ১৭৭টি ইউনিটে ৩ হাজার ৫৪০ জন স্বেচ্ছাসেবককে সর্বদাই প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া ঘুর্ণিঝড়ের তিব্রতা বাড়ার সাথে সাথে মাইকিং করে জনগনকে সতর্ক করার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত হাতিয়ার সাথে ঢাকা, চট্রগ্রামও জেলা সদরের সকল নৌ- চলাচল বন্ধ থাকবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
×