ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বরিশালে জেলেদের হামলায় পুলিশসহ তিনজন আহত

প্রকাশিত: ১৫:১৫, ২১ অক্টোবর ২০২০

বরিশালে জেলেদের হামলায় পুলিশসহ তিনজন আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার প্রতিরোধে অভিযানে গিয়ে কতিপয় জেলের হামলার স্বীকার হয়েছেন দুইজন পুলিশ সদস্য ও একজন মৎস্য কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের মধ্যে অবস্থিত খালের মধ্যে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি), সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বন্দর থানা পুলিশের সহযোগিতায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার অভিযানে নামেন। তারা চন্দ্রমোহন ইউনিয়নের মধ্যে অবস্থিত খালের মধ্যে পৌঁছলে স্থানীয় কতিপয় জেলে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে হামলা করেন। হামলাকারীরা কর্মকর্তাদের লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করেন। এতে দুইজন পুলিশ সদস্য এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব স্বর্ণামত গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×