ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যর্থতার জন্য বিএনপি নেতৃত্বের পদত্যাগ করা উচিত ॥ কাদের

প্রকাশিত: ২২:৫৫, ২১ অক্টোবর ২০২০

ব্যর্থতার জন্য বিএনপি নেতৃত্বের পদত্যাগ করা উচিত ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখেনি। তাই সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত। মঙ্গলবার সংসদ ভবন এলাকার তার সরকারউ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোন দেশে পারিবারিক সহিংসতা, নারী ধর্ষণ, নারী নির্যাতনের উর্ধমুখী ঘটনাপ্রবাহের মধ্যেও কোন বিরোধী দল সরকারের পতন কিংবা সরকারের পদত্যাগের আন্দোলন করছে না। কিন্তু বিএনপি এ থেকে কখনও মধ্যবর্তী, কখনো নতুন নির্বাচনের দাবি তুলেছে। সম্পর্কহীন অযৌক্তিকভাবে যেটা দুনিয়ার কোন দেশেই এই ধরনের অযৌক্তিক দাবি বিরোধী উত্থাপন করেনি। ইস্যু না পেয়ে আন্দোলন করতে তো তারাই পারছে না। তাই এই ইস্যু নিয়ে সরকারের পদত্যাগ মামার বাড়ির আবদারের মতোই। সম্প্রতি অনুষ্ঠিত সংসদ উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি ঢাকায় কম হলেও দেশের অন্যস্থানে ভাল ছিল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি এজেন্ট না দিয়ে ভোটের দিন কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায়, যা তাদের পুরনো অপকৌশল। তাদের জনসমর্থন দিন দিন নিম্নমুখী। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা নির্বাচন কমিশনের ওপর দোষ চাপায়। সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেয়ার পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এসব বাদ দিয়ে কখনও মধ্যবর্তী, কখনও নতুন নির্বাচনের দাবি তুলছে, যা এর সঙ্গে সম্পর্কহীন ও অযৌক্তিক। করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের শিকার হয়েছে, ইউরোপ জুড়েও এ প্রবণতা উর্ধমুখী। তিনি বলেন, বাংলাদেশে সরকারও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে।
×