ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানী প্রতিরোধে প্রধান শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

প্রকাশিত: ১৭:৩৮, ২০ অক্টোবর ২০২০

ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানী প্রতিরোধে প্রধান শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ যৌনহয়রানী, বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধে প্রধান শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্রাগার হলে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক কর্মসূচীর অওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। ব্র্যাকের জেলা সমন্বয়কারী নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ ও জেলা যৌন হয়রানী নির্মুল নেটওর্য়াক এর আহবায়ক অধ্যাপক মনতোষ কুমার দে। সভায় যৌনহয়রানী, বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধ বিষয়ে অংশগ্রহণকারীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণ এবং এই সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সম্্রাট ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ ও পর্ণোগ্রাহী নেটওয়ার্ক বন্ধসহ বিভিন্ন সুপারিশমালা পেশ করা হয়। এসময় সদর উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষগণ উপস্থিত ছিলেন। উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক কর্মসূচির মেয়েদেও জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের অওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
×