ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইটি ডট কম প্রতিনিধি

৯৯৯ কলে মিলল টাকা

প্রকাশিত: ২১:৩৫, ১৭ অক্টোবর ২০২০

৯৯৯ কলে মিলল টাকা

গত ২৪ সেপ্টেম্বর ৯৯৯ নম্বরে সাইফুল নামের এক ব্যক্তি ফোন করে জানায় তিনি একটি প্রাইভেট সিএনজিতে ভুলক্রমে একটি ব্যাগ রেখে নেমে যান যার ভেতরে উল্লিখিত টাকা ও কিছু কাপড় ছিল এবং চালকের গায়ে হলুদ রঙের জামা। এই সংবাদের ভিত্তিতে সমুদ্রে ডুবে যাওয়া নৌকা খোঁজার মতো বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ খাদেমুল ইসলামের নেতৃত্বে দুই সার্জেন্ট ইব্রাহিম ও জাকারিয়া সজীবকে নিয়ে এয়ারপোর্ট ক্রসিংয়ে প্রাইভেট সিএনজি তল্লাশি শুরু করেন এবং উক্ত সিএনজি ও হারানো ব্যাগ সমুদয় টাকার সন্ধান পান। পরবর্তীতে ৯৯৯ এ যোগাযোগ করে মূল মালিককে তার নগদ ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার) টাকাসহ হারিয়ে যাওয়া ব্যাগ হস্তান্তর করেন। এমন ঘটনায় টাকাসহ ব্যাগ ফেরত পেয়ে প্রকৃত মালিক আবেগতাড়িত হয়ে পুলিশ সদস্যদের জড়িয়ে ধরেন এবং ট্রাফিক পুলিশকে ধন্যবাদ দেন। তিনি পাশাপাশি ৯৯৯-সহ পুলিশের কর্তৃপক্ষকেও প্রশংসা করেন।
×