ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বারি’তে বালাই ব্যবস্থাপনায় ইমাম-খতিবদের প্রশিক্ষণ

প্রকাশিত: ২১:২০, ৭ অক্টোবর ২০২০

বারি’তে বালাই ব্যবস্থাপনায় ইমাম-খতিবদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মঙ্গলবার দিনব্যাপী ‘জৈব বালাইনাশক প্রযুক্তির মাধ্যমে ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) মোঃ হাবিবুর রহমান শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইমাম কর্মশালার উদ্বোধন করেন। বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চ. দা.) ও প্রধান ড. নির্মল কুমার দত্ত এতে সভাপতিত্ব করেন। ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মোঃ মিয়ারুদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মোঃ কামরুল হাসান, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ও এই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেবাশীষ সরকার এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। কীটতত্ত্ব বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আখতারুজ্জামান সরকার এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সুলতান আহমেদ। আয়োজকরা জানান, কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে এ কর্মশালায় ‘বাংলাদেশে শাক-সবজি, ফল ও পান ফসলের পোকমাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প’ এর অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুর জেলার বিভিন্ন মসজিদের ৭০ জন ইমাম, খতিব ও খাদেম অংশগ্রহণ করেন।
×