ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেসিসি বৈঠক

তিস্তাসহ ৬ নদীর পানি বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ২৩:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২০

তিস্তাসহ ৬ নদীর পানি বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ তিস্তাসহ আরও ছয়টি নদীর পানি বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ। এসব নদীর পানি বণ্টনের মীমাংসায় আগ্রহ দেখিয়েছে ভারত। মঙ্গলবার বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানান। খবর বাংলানিউজের। জেসিসি বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মোমেন জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তাসহ ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। এসব নদীর পানি বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ। ভারত এসব নদীর পানি বণ্টানের মীমাংসায় আগ্রহ দেখিয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেসিসি বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ধরে এ বৈঠক চলে। এবারের বৈঠকটি হয় ভার্চুয়ালি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সূত্র আরও জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে এবারের ৬ষ্ঠ জেসিসি বৈঠকে দু’দেশের সহযোগিতার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রসাবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে আলোচনা হয়। দুই দেশের মধ্যে কখনই ভার্চুয়ালি জেসিসি বৈঠক হয়নি। তবে করোনা ভাইরাসের কারণে এই প্রথম জেসিসি বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হলো। জেসিসির পঞ্চম বৈঠক হয়েছিল দিল্লীতে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দায়িত্ব নেয়ার পর সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর।
×