ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর হাজারীবাগে অপহৃত শিশু বরিশালে উদ্ধার

প্রকাশিত: ২০:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর হাজারীবাগে অপহৃত শিশু বরিশালে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগে অপহৃত শিশু নিয়ামত উল্লাহ আপনকে (৮) বরিশাল থেকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের রমনা বিভাগের একটি টিম হিজলা থানা এলাকার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তরিকুর রহমান জানান, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে হাজারীবাগ থানার ঝাউচর এলাকা থেকে শিশু আপনকে অপহরণ করা হয়। অপহরণ করে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে লঞ্চে বরিশাল হিজলা থানা এলাকায় নিয়ে যান। পরে অপহরণকারীরা ভিকটিমের মাকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা ২৪ ঘণ্টার মধ্যে না দিলে ছেলের মরদেহ পাবেন না বলেও হুমকি দেন অপহরণকারীরা। এডিসি তরিকুর রহমান জানান, এ বিষয়ে ভিকটিমের মা হাজারীবাগ থানায় অভিযোগ করলে থানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও বিশ্লেষণ করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। তিনি জানান, শনিবার রাত আড়াইটার দিকে বরিশাল জেলার হিজলায় পৌঁছে ডিবি পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহৃত আপনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান এডিসি তরিকুল রহমান জানান।
×