ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুর মহানগরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি নিয়ে উত্তেজনা

প্রকাশিত: ১৩:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

গাজীপুর মহানগরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি নিয়ে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদ্য ঘোষিত ওয়ার্ড আহ্বায়ক কমিটি বাতিল চেয়ে একটি পক্ষের বিক্ষোভ মিছিল এবং আরেক পক্ষের আনন্দ মিছিল ডাক দেয়ার ঘোষণাকে কেন্দ্র করে মারমূখী অবস্হানে স্হানীয় আওয়ামী লীগের দুই পক্ষ। টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো গাজীপুর মহানগর জুড়ে। ওয়ার্ড কমিটি বাতিল দাবিতে টঙ্গী আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ হবে আজ শনিবার বেলা ২ টায়। একই সময়ে মহানগরের ৫৭ টি ওয়ার্ডে হবে আনন্দ মিছিল। এতে দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছে স্হানীয় মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা। এরই পরিপ্রেক্ষিত কমিটি বাতিল দাবিতে অবিভক্ত টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক। অপর দিকে একই সময়ে আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছেন একই কমিটির সেক্রেটারী রজব আলী। দুই পক্ষই জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে গাজীপুর মহানগরের ৫৭ টি ওয়ার্ড ব্যাপী আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খাঁন ও সেক্রেটারি-মেয়র জাহাঙ্গীর আলম। আনন্দ মিছিল ও বাতিল মিছিল ঘোষণায় দুপক্ষ মুখোমুখি অবস্হানে। পুরো গাজীপুর মহানগরের রাজনৈতিক অঙ্গনে টানটান উত্তেজনা বিরাজ করছে। কোন পক্ষই কাউকে ছাড় দিতে রাজি হচ্ছে না। উভয় পক্ষই তাদের কর্মসূচি পালনে মরিয়া। মহানগর সভাপতি আজমত উল্লাহ খাঁন বলেছেন, কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না। নিয়মতান্ত্রিক ভাবেই কমিটি ঘোষনা করা হয়েছে। আনন্দ মিছিল হবেই। সেক্রেটারী-মেয়র জাহাঙ্গীর আলমের কথা হচ্ছে, মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্যর অনুমোদন করা তালিকা থেকেই নয়া ওয়ার্ড কমিটির ঘোষণা দেয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গাজীপুর মহানগরে ওয়ার্ড কমিটি ঘোষণার পর থেকে কমিটি বাতিল দাবিতে গত ৫ দিন ধরে রাজপথ অবরোধ করে মিটিং মিছিল করছে আওয়ামী লীগের একটি পক্ষ।
×