ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় জোয়ারে ৫ ফুট পানির নিচে ২০ টি গ্রাম

প্রকাশিত: ১৩:২৭, ২২ সেপ্টেম্বর ২০২০

হাতিয়ায় জোয়ারে ৫ ফুট পানির নিচে ২০ টি গ্রাম

নিজস্বসংবাদদাতা, হাতিয়া ॥ বসতঘরের ভিটার উপরে তিনফুট পানি, রান্না ঘরে নেই চুলা জালানোর ব্যবস্থা, কেউ কেউ খাটের উপরে গ্যাসের চুলাই রান্না করলেও অনেকেই থাকেন অনাহারে, বাজারের হোটেল গুলোতে দুপুরে লাইন ধরে খাওয়ার আয়োজন, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থা নেউ বাড়ীতে কিংবা পাশে কোথাও, নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ৪টি ইউনিয়নের ২০টি গ্রামে অস্বাভাবিক জোয়ারে মানবেতর জীবন যাপন করছে প্রায় ১০ সহস্রাধিক মানুষ। সরেজমিন গিয়ে দেখা যায়, নলচিরা ঘাটের পাশে ওয়ার্কসপ মেকানিক মোতালেবের ৪ সদস্যের পরিবারের বসবাস। তখন বিকাল ৪টা ঘরের মধ্যে ভিটার উপর ৩ফুট পানি। মোতালেবের স্ত্রী দুই সন্তানকে নিয়ে খাটের উপর বসে আছে। পাশে বড় ছেলের পড়ার টেবিলের উপর রাখা গ্যাসের সিলিন্ডার ও রান্নার আসবাপত্র। প্রশ্ন করার সাথে মোতালেবের স্ত্রী কান্নজড়িত কন্ঠে বলেন গত চারদিন তাদেরকে অধিকাংশ সময় এভাবে পার করতে হয়েছে। কখনো খেয়ে কখনো না খেয়ে চোট বাচ্ছাদের নিয়ে ঝুঁকিতে এভাবে আতংকে দিন কাটছে তাদের। জানাযায়, গত চারদিন ধরে অব্যাহত অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার সূখচর, নলচিরা , চরঈশ্বর ও তমরদ্দি ইউনিয়নের ২০টি গ্রাম ৫ ফুট উচ্চতায় পানিতে প্লাবিত হয়। এতে ভেসে গেছে এসব এলাকার নিন্মাঞ্চলে বসবাসকরা মানুষের ঘরবাড়ী, গবাদিপশু, পুকুরের মাছ ও ফসলি জমি। গত শুক্রবার থেকে প্রতিদিন দিনে ও রাতে জোযারের পানিতে অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকছে এসব এলাকা। অনেকের দৈনন্দিন রান্নার কাজ ব্যহত হওয়ায় অনাহারে দিন যাপন করতে দেখা যায়। বাড়ীতে রান্না না হওয়ায় স্থানীয় আফাজিয়া বাজারে দুপুর হলে হোটেল গুলোতে খাওয়ারের জন্য অনেক মানুষকে লাইন ধরতে দেখা যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, জোয়ারের পানিতে অনেক এলাকা তলিয়ে গেছে । আমরা এটি প্রতিবেদন আকারে উধ্বতন কর্তপক্ষকে জানিয়েছি। আগামি দু-একদিনের মধ্যে এসব এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করা হবে।
×