ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ৭১ সাংবাদিক পেলেন অনুদানের চেক

প্রকাশিত: ২১:১১, ১৮ সেপ্টেম্বর ২০২০

নীলফামারীতে ৭১ সাংবাদিক পেলেন অনুদানের চেক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনা দুর্যোগ পরিস্থিতিতে সারা দেশের মতো নীলফামারী জেলায় কর্মরত ৭১ সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সহায়তা পাওয়া কর্মরত সাংবাদিকদের প্রত্যেকের হাতে একটি ১০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। দেশে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তার এ চেক বিতরণ করা হচ্ছে বাংলাদেশ সাংবাদিক ট্রাস্ট কল্যাণ তহবিল থেকে। জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও ভার্চুয়ালে প্রধান আলোচকের বক্তব্য তুলে ধরেন সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। সভায় স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক জনসংযোগ সম্পাদক মেহেদী হাসান। সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনা মহানগরীর বযয়রাস্থ বন ভবন ঘেরাও ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন এ কর্মসূচী পালন করে।
×