ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বে দুই কোটির বেশি করোনা রোগী সুস্থ হয়েছে

প্রকাশিত: ২৩:১২, ১১ সেপ্টেম্বর ২০২০

বিশ্বে দুই কোটির বেশি করোনা রোগী সুস্থ হয়েছে

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এখন হটস্পট হয়ে উঠেছে ভারত। দেশটিতে কোভিড-১৯ এ একদিনে আক্রান্ত হয়েছে ৯৫ হাজারেরও বেশি রোগী। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভ্যাকসিন ‘সুরক্ষা’ সবার আগে। এছাড়া অক্টোবরে আসতে পারে ফাইজারের করোনা ভ্যাকসিন এমন মন্তব্য করেছে জার্মান বায়ো এনটেকের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা উগুর সাহিন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, সারাবিশ্বে বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮২ লাখ ১৪ হাজার ২০৯ জন। মারা গেছেন ৯ লাখ ১১ হাজার ১৬৫ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ২ লাখ ২১ হাজার ৩৮২ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৭০ লাখ ২০ হাজার ৯৮৪ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৫০৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৭৩৫ জন। একদিনে মারা গেছেন ৬ হাজার ২২৩ জন। শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ভারতে একদিনেই রেকর্ড ৯৫ হাজার ৭৩৫ জনের দেহে প্রাণঘাতী করোনার উপস্থিতি ধরা পড়েছে। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত সরকারী হিসাবেই আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৮২ হাজার ১৭১ জন। এক মাসেরও বেশি সময়ের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ হাজার ১৭২ জনের মৃত্যু নিয়ে দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যাও ৭৫ হাজার ছাড়িয়েছে। প্রায় এক মাস ধরে প্রতিদিনই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। শনাক্ত রোগীর তালিকায় এখন পর্যন্ত সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করা হচ্ছে, কিন্তু কয়েকদিন ধরে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। ‘ভ্যাকসিন সুরক্ষা সবার আগে’ ॥ ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী ডাঃ সৌম্য স্বামীনাথান বলেছেন, সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের সুরক্ষাই প্রথম এবং সবার আগে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক সংস্থা এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত হয়ে যাওয়ার পর তিনি এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা ভ্যাকসিন তৈরির গতি নিয়ে কথা বলছি...কিন্তু এর অর্থ এই নয় যে, স্বাভাবিক মূল্যায়নের ক্ষেত্রে আমরা কোন ধরনের আপোস করছি। অক্টোবরে ফাইজারের ভ্যাকসিন ॥ জার্মান কোম্পানি বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি নোভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন আগামী অক্টোবর মাসের মাঝামাঝি অথবা নবেম্বরের শুরুর দিকে আসতে পারে। জার্মান বায়োএনটেকের প্রধান বলেন, ফাইজার ও বায়োএনটেক আত্মবিশ্বাসী যে, আগামী অক্টোবরের মাঝামাঝি অথবা নবেম্বরের শুরুর দিকে কর্তৃপক্ষের অনুমোদনের জন্য নোভেল করোনাভাইরাসের ভ্যাকসিনটি প্রস্তুত হবে।
×