ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জ প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০১:২২, ৯ সেপ্টেম্বর ২০২০

রূপগঞ্জ প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা ॥ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ৮ সেপ্টেম্বর॥ মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবে হত্যা মামলার আসামি তোফায়েল আহমেদ আলমাসের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে। পুলিশী তৎপরতায় সাংবাদিকরা অস্ত্রধারীদের হাত থেকে বেঁচে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করেছে। খবর পেয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ লোকজন আলমাস চেয়ারম্যানের বিরুদ্ধে রূপগঞ্জ প্রেসক্লাবে অবস্থান নেয়। পরে প্রেসক্লাবে তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই আলমাস বাহিনীর লোকজন প্রেসক্লাব কার্যালয় এলাকা অবরুদ্ধ করে রাখে। বিষয়টি প্রেসক্লাবের পক্ষ থেকে রূপগঞ্জ থানা ওসি, এএসপি এবং জেলা প্রশাসককে অবহিত করা হলে এএসপি ও ওসি রূপগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন। এসময় আলমাস চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর দুই সদস্য গ্রেফতার হলেও আলমাস চেয়ারম্যান সটকে পড়ে। উল্লেখ্য, হত্যাকা-সহ আলমাস চেয়ারম্যানের বিভিন্ন অপরাধের সংবাদ জাতীয় দৈনিকে প্রকাশ করার পর ওই সন্ত্রাসী চেয়ারম্যান রূপগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের প্রতি ক্ষুব্ধ ছিল।
×