ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি

প্রকাশিত: ২২:৪৪, ২০ আগস্ট ২০২০

২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ২৭৪৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৭৮১ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৫ হাজার ৯১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৯১৩ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৭৮টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। বুধবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্য ৩৪ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের বয়স বিশ্লেষণে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন এবং ৬০ বছরের মধ্যে ২৪ জন। বিভাগ বিশ্লেষণে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাহশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ৩৮ জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন ৩ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ১৫ হাজার ২৫৫টি, রোগী ভর্তি রয়েছে ৪২৮৮ জন এবং খালি শয্যার সংখ্যা ১০ হাজার ৯৬৭টি। এর মধ্যে ঢাকা মহানগরীতে মোট সাধারণ শয্যার সংখ্যা ৭০৩৭টি, রোগী ভর্তি রয়েছে ২২৩০ জন এবং খালি শয্যার সংখ্যা ৪৮০৭টি, চট্টগ্রাম মহানগরীতে মোট শয্যার সংখ্যা ৭৮২টি, ভর্তিকৃত ২৫১টি এবং খালি শয্যার সংখ্যা ৫৩১টি। আর দেশের অন্যান্য হাসপাতালে মোট সাধারণ শয্যার সংখ্যা ৭৪৩৬টি, ভর্তিকৃত ১৮০৭টি এবং খালি শয্যার সংখ্যা ৫৬২৯টি। আর সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৫৪৪টি, ভর্তিকৃত ৩২৬টি এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ২১৮টি। এর মধ্যে আর ঢাকা মহানগরীতে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৩০৬টি, ভর্তিকৃত ২১৩টি এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ৯৩টি। চট্টগ্রাম মহানগরীতে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৩৯টি, ভর্তিকৃত ২২টি এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ১৭টি। আর দেশের অন্যান্য হাসপাতালে মোট আইসিইউ শয্যার সংখ্যা ১৯৯টি, ভর্তিকৃত ৯১টি এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ১০৮টি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ আগস্ট পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১৮১২ জন, যা মোট মৃতের ৪৭ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৮৫০ জন, যা মোট মৃতের ২২ দশমিক ৪৮ শতাংশ, রাজশাহী বিভাগে ২৫০ জন, যা মোট মৃতের ৬ দশমিক ৬১ শতাংশ, খুলনা বিভাগে ৩০৯ জন, যা মোট মৃতের ৮ দশমিক ১৭ শতাংশ, বরিশাল বিভাগে ১৪৭ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৮৯ শতাংশ, সিলেট বিভাগে ১৭৪ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৬০ জন, রংপুর বিভাগে ১৫৭ জন, যা মোট মৃতের ৪ দশমিক ১৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৮২ জন, যা মোট মৃতের ২ দশমিক ১৭ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত করোনায় যারা মারা গেছেন, তাদের বয়স বিশ্লেষণে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৯ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৩৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০৬৮ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ১৮১৮ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৩৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৮০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭৫৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৯৯০ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৪ হাজার ২৭০ জনকে। আর গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে কোয়ারেন্টাইন করা হয়েছে ১ হাজার ৪৭ জনকে। এখন পর্যন্ত ৪ লাখ ৭৩ হাজার ৭৪২ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৮৬ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ২০ হাজার ২৮৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৫৩ হাজার ৪৫৩ জন। গত ২৪ ঘণ্টায় বিমানবন্দরসমূহে ৩১১৭ জন, স্থলবন্দরসমূহে ২৮৯ জন এবং সমুদ্রবন্দরসমূহে বিদেশ হতে আগত ১৬১ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এ পর্যন্ত মোট ৮ লাখ ৩৫ হাজার ৩০৯ জনকে স্ক্রিনিং করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হটলাইন নম্বর স্বাস্থ্য বাতায়নে ৮৫৮৮টি, ৩৩৩ নম্বরে ৪৭ হাজার ৫৪৮টি এবং আইইডিসিআর’র নম্বরে ২৭৫টি অর্থাৎ মোট ৫৬ হাজার ৪১১টি কল এসেছে।
×